ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘আমি ক্লান্ত হয়ে যাই না। কারণ আমি প্রত্যেক দিন ২-৩ কেজি গালি খাই…।’
তেলেঙ্গানায় নিজ দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক বক্তৃতায় এসব মন্তব্য করেন তিনি।
‘আমি ক্লান্ত হই না। কারণ আমি প্রত্যেক দিন ২-৩ কেজি গালি খাই…। ঈশ্বর আমাকে এমনভাবে আশীর্বাদ করেন যে, এই গালি আমার ভেতরে পুষ্টিতে রূপান্তরিত হয়।’
‘মোদিকে গালি দিন, বিজেপিকে গালি দিন… কিন্তু যদি তেলেঙ্গানার মানুষকে গালাগাল করা হয়, তাহলে অনেক মূল্য দিতে হবে।’
নরেন্দ্র মোদি বলেন, তেলেঙ্গানার কর্মকর্তাদের কাছে আমার ব্যক্তিগত অনুরোধ আছে। হতাশা, ভয় এবং কুসংস্কারের কারণে কিছু মানুষ মোদির জন্য পছন্দের গালাগালি ব্যবহার করবে। আপনাকে তাদের এই কৌশলে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।
এর পরপরই তেলেঙ্গানার রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়ার অভিযোগ তোলেন ভারতের এই প্রধানমন্ত্রী।
+ There are no comments
Add yours