আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন , জিয়াউর রহমান পাকিস্তানের সাথে নিঃস্বার্থভাবে সখ্যতা করেছেন।
কাজেই তার হাত দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ কিছুতেই তৈরি হতে পারে না। বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনা জনগণের রায় নিয়েই ক্ষমতায় আসীন হয়েছেন। শেখ হাসিনা বাঁকা পথে ক্ষমতায় আসেন নি।
তিনি আরও বলেন, রোহিঙ্গারা যখন বাংলাদেশে এসেছিলো তখন ফটোসেশান হয়েছে। কিন্ত শেখ হাসিনা সেই রোহিঙ্গাদের মমতায় আগলে রেখেছেন। শেখ হাসিনা তার কর্ম দিয়ে প্রমাণ করেছেন তিনি মানবতার মা।
রাজনৈতিক এন্টিবায়োটিক দিয়েই অদ কবিরাজদের বিদায় করেছেন। শেখ হাসিনা যা বলেন, তা জীবনের ঝুঁকি নিয়ে হলেও তা করেন। আপনাদের ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
শনিবার বিকালে জামালপুরের কাচারিপাড়ায় সিংহজানি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলনে বিশেষ অতিথি বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি,সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি, সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমূখ।
ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী।
+ There are no comments
Add yours