ইরানের নির্বাসিত ব্যক্তি মেহরন কারিমি নাসেরি মারা গেছেন। ফ্রান্সের চার্লস দ্য গোল বিমানবন্দরের টার্মিনালে টানা ১৮ বছর বসবাস করেছিলেন তিনি।
সংবাদমাধ্যম ভ্যারাইটির বরাতে জানা গেছে, চার্লস দ্য গোল বিমানবন্দরের টার্মিনাল-২ এ শনিবার হার্ট অ্যাটাকে মারা যান নাসেরি।
১৯৮৮ সালে ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ের জন্য গিয়েছিলেন নাসেরি। তাকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়। এর প্রতিবাদে বিমানবন্দরের টার্মিনালে বসবাস শুরু করেন তিনি।
১৯৮৮ সাল থেকে শুরু করে ২০০৬ সাল পর্যন্ত টানা ১৮ বছর টার্মিনালে থাকার পর অসুস্থ হয়ে পড়লে ২০০৬ সালে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নাসেরির জীবনের গল্প নিয়ে যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র নির্মাতা স্টেভেন স্পাইবার্গ ২০০৪ সালে নির্মাণ করেন ‘দ্য টার্মিনাল’ নামের বিখ্যাত ছবি। তার চলচ্চিত্রটিতে অভিনয় করেছিলেন টম হ্যাংকস।
সেখানে টম হ্যাংকসকে পূর্ব ইউরোপের একজন ব্যক্তি হিসেবে তুলে ধরা হয়েছিল। যিনি যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতে আসেন। কিন্তু আশ্রয় না দেওয়ায় জন এফ কেনেডি বিমানবন্দরে বসবাস শুরু করেন তিনি।
এছাড়া ১৯৯৩ সালে নাসেরির জীবনের গল্প নিয়ে একটি ফরাসি চলচ্চিত্রও নির্মাণ করা হয়েছিল।
+ There are no comments
Add yours