ছয় দফা দাবি নিয়ে ১২তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বিসিএস নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীরা।
কর্মসূচির অংশ হিসেবে আজ তারা ‘বঙ্গবন্ধুর বাংলায়-বৈষম্যের ঠাঁই নাই’ এবং ‘বিসিএস নন-ক্যাডার নিয়োগে আগের নিয়ম বহাল চাই’ লেখা টি-শার্ট পরিধান করে প্রতিবাদ জানাচ্ছেন।
অবস্থান কর্মসূচির আজ ১২তম দিনেও সরকারি কর্ম কমিশন থেকে দায়িত্বশীল কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেননি। পিএসসির এই নীরব ভূমিকায় আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
রোববার (১৩ নভেম্বর) দুপুর ১২টা থেকে তারা পিএসসির গেটে মিছিল, কবিতা, গান ও বক্তৃতার মাধ্যমে এ অবস্থান কর্মসূচি পালন করছেন।
তারা জানান, আমাদের আন্দোলন বা দাবি নিয়ে যেন তাদের মাথাব্যথা নেই। শান্তিপূর্ণ আন্দোলন করেও কোনো সমাধান না আসলে সামনে পিএসসি চেয়ারম্যানকে অবরুদ্ধ করার কর্মসূচিও আসতে পারে।
এদিকে গত ৩১ অক্টোবর পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন অফিস শেষ করে বের হলে আন্দোলনকারীরা তার গাড়ি অবরুদ্ধ করে শুয়ে পড়েন।
+ There are no comments
Add yours