বর্তমানে তৃতীয় লিঙ্গের সদস্যরা ইতিবাচক গ্রহণযোগ্যতা পেলেও তা কাঙ্ক্ষিত পর্যায়ে নয় দাবি করেছে ‘সুস্থ জীবন’ নামে একটি সংগঠন।
এ কারণে নারী পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গের মানুষের জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবি জানিয়েছে সংগঠনটি।
রোববার (১৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলন এ দাবি জানান সংগঠনের চেয়ারপারসন পার্বতী আহমেদ।
২০১৩ সালে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে নিয়ে একটি গ্যাজেট প্রকাশ করা হয়। আজ পর্যন্ত তেমন বড় কোনো পদক্ষেপ গ্রহণ বা উন্নয়ন এ জনগোষ্ঠী ভোগ করছে না। কাজ শুধু কাগজে কলমে হলেও বাস্তবে তেমন কিছুই নেই।
সমাজকল্যাণ একটা ট্রেনিং দিয়ে ১০ হাজার টাকা ধরিয়ে দেয়। এই সময়ে তৃতীয় লিঙ্গের একজন সদস্য ১০ হাজার টাকা দিয়ে কীভাবে নতুন কিছু শুরু করতে পারে? ৫০ বছরের বেশি বয়সী একজন সদস্যকে ৩০০-৪০০ টাকা দিচ্ছে, এটা দিয়ে তার কী হবে।
তৃতীয় লিঙ্গের সদস্যদের সংগঠন সম্পর্কের নয়া সেতুর সভাপতি জয়া বলেন, জাতীয় সংসদে সংরক্ষিত আসন থাকলে আমরা আমাদের অধিকারের কথাগুলো বলতে পারব। রাষ্ট্র আমাদের সেই সমস্যার সমাধান করে দিতে পারবে। আমাদের অধিকারের বাস্তবায়নে কোনো আইন প্রণয়নের দরকার থাকলে সেটা নিয়েও আমরা কথা বলতে পারব।
+ There are no comments
Add yours