‘মহামারি তহবিল’ নামের একটি বিশেষ তহবিল গঠন করেছে বিশ্বের শিল্পোন্নত ও বড় অর্থনীতির দেশগুলোর জোট জি২০।
শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনা মহামারির ক্ষয়ক্ষতি থেকে শিক্ষা নিয়ে প্রাথমিক ভাবে এ তহবিলে জমা পড়েছে ১৪০ কোটি ডলার।
ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে শুরু হয়েছে জি২০ সম্মেলন। রোবাবর জোটের সদস্যরাষ্ট্রগুলোর স্বাস্থ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীদের বৈঠক ছিল।
রোববার এক ভিডিওবার্তায় ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের উদ্দেশে উইদাদো বলেন, ‘করোনা মহামারির মতো যে কোনো বৈশ্বিক মহামারি ভবিষ্যতে আঘাত হানতে পারে। সম্ভাব্য সেই দুর্যোগ মোকাবিলা করা এবং এ সংক্রান্ত প্রস্তুতির ব্যয় মেটাতেই তহবিলটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে জি২০ জোটের সদস্যরাষ্ট্রগুলো, জি২০’র বাইরের বিভিন্ন রাষ্ট্র, বেশ কিছু আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠান মহামারি তহবিলে অর্থ প্রদান করেছে; কিন্তু এই অর্থ যথেষ্ট নয়।’
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, জি২০ তহবিলে যুক্তরাষ্ট্র দান করেছে ৪৫ কোটি ডলার। অর্থাৎ এই মুহূর্তে তহবিলে যত অর্থ রয়েছে, তার প্রায় এক তৃতীয়াংশই দিয়েছে যুক্তরাষ্ট্র।
+ There are no comments
Add yours