সৌদি আরব থেকে অপরিশোধিত তেল কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ।
বিষয়টি দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী নাসের বিন আব্দুল আজিজ আল-দাউদকে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
রোববার (১৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে সৌদির উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে তেল কেনার বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান প্রতিমন্ত্রী।
বৈঠকে উভয় পক্ষ নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনা করেন। তারা দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা স্মরণ করে পারস্পরিক সুবিধার জন্য সহযোগিতার সব ক্ষেত্রে একসঙ্গে কাজ করার ওপর জোর দেন।
প্রতিমন্ত্রী ‘রোড টু মক্কা’ উদ্যোগের বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি করার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের কারণে উদ্ভূত পরিস্থিতি সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করে। এ সংকটের দ্রুত ও টেকসই সমাধানের জন্য সৌদির অব্যাহত সহযোগিতা ও সমর্থন চান।
+ There are no comments
Add yours