‘গণমাধ্যমের উচিত টেকসই উন্নয়নের সংযোগস্থলে মনোনিবেশ করা’

Estimated read time 1 min read

‘ক্ষুধামুক্ত পৃথিবী, মানসম্মত শিক্ষা এবং একটি শান্তিপূর্ণ সমাজের মতো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ধর্মীয় গোষ্ঠী এবং সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণমাধ্যমের উচিত ধর্মীয় বিশ্বাস ও টেকসই উন্নয়নের সংযোগস্থলে আলোকপাত করা।’

Ad1

খুলনায় ১৩ নভেম্বর অনুষ্ঠিত এক কর্মশালায় বিশেষজ্ঞরা এসব কথা বলেন। সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড ফেইথস ডেভেলপমেন্ট ডায়ালগের সহযোগিতায় এসডিজি এজেন্ডায় ধর্মীয় নেতাদের ভূমিকা এবং ধর্মীয় বিবেচনার বিষয়ে আলোচনা করার জন্য খুলনার একটি আবাসিক হোটেলে এই কর্মশালা আয়োজন করা হয়।

কর্মশালায় এসডিজি-১৬ এর সঙ্গে সামঞ্জস্য রেখে একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ অর্জনে সংবাদমাধ্যম কীভাবে ধর্মীয় বিশ্বাসের খবর আরও ভালোভাবে কাভার করতে পারে সে সম্পর্কে আলোচনা করা হয়।

কর্মশালায় দ্বন্দ্ব-সংবেদনশীল সাংবাদিকতা এবং দ্বন্দ্ব সমাধানের সর্বোত্তম অনুশীলনসহ বেশ কয়েকটি বিষয় নিয়েও আলোচনা হয়। কর্মশালায় বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours