প্লাস্টিকের ভয়াবহতা বোঝাতে হেঁটে বাংলাদেশ এলেন ভারতীয় যুবক

Estimated read time 0 min read
Ad1

বর্তমানে আমাদের অসচেতনতার কারণে বিশ্বজুড়ে প্লাস্টিক দূষণের নতুন নতুন উৎস তৈরি হচ্ছে। যার প্রভাবে জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে।

এর প্রভাব মুক্ত করতে সচেতনা বৃদ্ধি করতে হেঁটে ২০ বছর বয়সী ভারতীয় যুবক রোহান আগারওয়াল ছুটে এসেছেন বাংলাদেশে।

বিশ্বব্যাপি প্লাস্টিকের ভয়াবহতার ধারণা দিতে পরিবেশ রক্ষায় নিজ দেশের ২৭টি রাজ্যে হেঁটে তিনি এখন বাংলাদেশে। বিশ্বের ১৫টি দেশে যাওয়ার ধারাবাহিকতায় প্রথম বাংলাদেশের আসেন তিনি।

গত ৮ অক্টোবর ফেনীর বিলোনিয়া সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন রোহান। পরে পার্বত্য চট্টগ্রাম হয়ে বেশ কয়েক জেলায় ঘুরে চাঁদপুর আসেন তিনি।

শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর থেকে চাঁদপুরে আসেন তিনি। জেলা প্রশাসক কামরুল হাসান, পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল ও চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে দেখা করেন।

তিনি পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলা ভ্রমণ শেষ করেছেন। আগামীকাল কুমিল্লা, ঢাকা, খুলনা ও যশোরসহ বিভিন্ন জেলায় যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

রোহান বলেন, ৮০৫ দিনের এই যাত্রায় এখন পর্যন্ত ১৫ হাজার ১০০ কিলোমিটার অতিক্রম করেছি। পুরোটাই হেঁটে কিংবা অন্য কারও গাড়িতে লিফট নিয়ে চলেছি। এ পৃথিবী শুধু মানুষের বসবাসের জন্য নয়। তাই পরিবেশের বিষয়ে অবশ্যই সচেতন হতে হবে। এটা সব মানুষের দায়িত্ব।

হাঁটছি এবং ঘুরছি, পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করছি। পরিবেশ সংরক্ষণ করা না গেলে এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যেতে পারে।

রোহান ১৫টি দেশ যেতে চান। বাংলাদেশের পর মিয়ানমার, ভিয়েতনাম, চীন, হংকং, ম্যাকাও, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, মঙ্গোলিয়া ও রাশিয়ার সাইবেরিয়ায় যাবেন তিনি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours