নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্প ব্রিজিং–এর উদ্যোগে ভূমিহীন ১০০ পরিবারের মাঝে ৭০১ টাকায় প্রায় দেড়শ একর কৃষি খাস জমির খতিয়ান বিতরণ করা হয়েছে।
আজ (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার যোবায়ের বাজারের এসএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পরিবারগুলোর সদস্যদের হাতে জমির খতিয়ান তুলে দেন জেলা প্রশাসক ও প্রকল্প পরিচালক দেওয়ান মাহবুবুর রহমান।
তিনি বলেন, ‘বাংলাদেশের কোনো মানুষ ভূমিহীন থাকবে না, বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না’ মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনার আলোকে চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্প নোয়াখালীর প্রত্যন্ত চর এলাকায় ভূমিহীনদের মাঝে কৃষি খাসজমি বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।
ভূমিহীনদেরকে বন্দোবস্তপ্রাপ্ত প্রতি খণ্ড খাস জমি যথাযথভাবে ব্যবহার ও চাষাবাদ করে সর্বোচ্চ ফসল উৎপাদনের মাধ্যমে নিজ পরিবার ও দেশকে স্বনির্ভর করার আহ্বান জানান।
সিডিএসপির ভূমি বিষয়ক উপদেষ্টা মো. রেজাউল করিম বলেন, ভূমিহীনদের মাথা গোঁজার ঠাঁই, স্বাবলম্বী ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সরকার এ খাস জমি ভূমিহীনদের মাঝে দীর্ঘমেয়াদী বন্দোবস্তের ব্যবস্থা গ্রহণ করেছে।
জমি উত্তরাধিকার সূত্র ব্যতীত অন্যত্র হস্তান্তরযোগ্য নয়। পরিবারের নারী-পুরুষ উভয়ের সমান অংশীদারীত্বের মাধ্যমে এ বন্দোবস্তকৃত ভূমি ব্যবহার করে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
+ There are no comments
Add yours