ধানমন্ডির আবাসিক এলাকা থেকে অনুমোদনহীন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সরাতে উচ্চ আদালতের রায় বাস্তবায়ন না করায় গণপূর্ত সচিব ও রাজউক চেয়ারম্যানসহ সাতজনতে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন ‘হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ’র পক্ষে এ নোটিশ পাঠান জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।
নোটিশে আগামী পাঁচ দিনের মধ্যে রায়ের নির্দেশনা বাস্তবায়নে পদক্ষেপ নিতে বলা হয়েছে। এছাড়া এ ব্যর্থতায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
আইনজীবী মনজিল মোরসেদ জানান, ২০১২ সালের ১১ জুন ধানমন্ডির আবাসিক এলাকা থেকে অনুমোদনহীন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সরিয়ে নিতে রায় দেন হাইকোর্ট। ২০১৬ সালের ১ আগস্ট সেই রায় বহাল রাখেন আপিল বিভাগ। এর কয়েক বছর পার হয়ে গেলেও বিবাদীরা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।
যে কারণে ধানমন্ডি আবাসিক এলাকায় যানজট নিরসন করা যায়নি। এতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। যানজটের কারণে রাস্তায় গাড়ি নিয়ে যেতে অনেক সময় লেগে যায়।
রায়ের পরে কয়েকটি প্রতিষ্ঠান নিজ উদ্যোগে ধানমন্ডির চারিদিকে বিভিন্ন কমার্শিয়াল রোডে স্থানান্তরিত হলেও রাজউকের পক্ষ থেকে রায় বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এর আগে ২০১১ সালে ধানমন্ডি আবাসিক এলাকার বৈশিষ্ট্য রক্ষার নির্দেশনা চেয়ে সেখানকার দুই বাসিন্দা এম এ মাসুদ এবং এম এ মতিন হাইকোর্টে রিট আবেদন করেন। এ রিটের প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ২ ফেব্রুয়ারি রুল জারি করেন হাইকোর্ট।
ধানমন্ডি আবাসিক এলাকায় নতুন স্কুল—কলেজ—ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপন ও অনুমোদনের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়া হয়। রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০১২ সালের ১১ জুন এ রায় দেন হাইকোর্ট। রায়ে ধানমন্ডি এলাকা থেকে অনুমোদনহীন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সরিয়ে নিতে নির্দেশ দেন আদালত।
+ There are no comments
Add yours