জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন

Estimated read time 1 min read
Ad1

জামালপুরের সদ্য বিজয়ী জেলা পরিষদের চেয়ারম্যান,সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর)রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (বিআইসিসি) জামালপুর জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহকে শপথ পড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অপরদিকে সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এমপি।

এসময় জামালপুর জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, ‘আমি বর্তমানে জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছি। মানুষের ভালোবাসায় এবার জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে যাতে পালন করতে পারি সেজন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।’

উল্লেখ্য, চলতি বছরের ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours