পিউডিপাইকে ছাড়িয়ে বিশ্বের ১ নম্বর কনটেন্ট ক্রিয়েটর হয়েছেন জিমি ডোনাল্ডসন।
১১১ মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে তার ইউটিউব চ্যানেল মি. বিস্ট এখন বিশ্বের শীর্ষ ইউটিউব চ্যানেল।তিনিই এখন বিশ্বের শ্রেষ্ঠ ইউটিউবার।
চলতি বছরের জুলাইয়ে তিনি ১০০ মিলিয়ন সাবস্ক্রিপশনের লক্ষ্য পূরণ করেন। সাবস্ক্রিপশনের সংখ্যায় দীর্ঘসময় ইউটিউবের প্রথম স্থান ধরে রাখা সুইডিশ কন্টেন্ট ক্রিয়েটর পিউডিপাইকে ছাড়িয়ে তিনিই এখন ১ নম্বরে।
২৪ বছর বয়সী এ ইউটিউবার ২০২১ সালে আয় করেন ৫৪ মিলিয়ন ডলার। প্রতিমাসে আয় করেন প্রায় ৫ মিলিয়ন ডলার।
তিনি তার ৪৫৬ জন সমর্থককে নিয়ে একটি প্রতিযোগিতার জন্য নেটফ্লিক্স শো ‘স্কুইড গেম’ পুনর্নির্মাণ করেন এবং চলতি বছর জুনে তিনি ‘উইলি ওয়ানকা এবং চকলেট ফ্যাক্টরি’র মাধ্যমে অনুপ্রাণিত একটি প্রতিযোগিতায় একজন ভক্তকে পাঁচ লাখ ডলার পুরস্কার দেন।
+ There are no comments
Add yours