ফটিকছড়ি থানা পুলিশ ৪ জন গরু চোরকে গ্রেপ্তার করেছে।
গত ১৩ নভেম্বর দিবাগতে রাতে উপজেলার রোসাংগিরি এলাকা থেকে থানার ওসি (তদন্ত) এস,এম, আরিফুর রহমান ও এস আই আজমগীর সহ সঙ্গীয় ফোর্স সিসিটিভি ফুটেজ ও মামলার প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করে।
জানা যায়, গত ১৩ নভেম্বর নাজিরহাট পৌরসভার দক্ষিণ দৌলতপুরের জনৈক আলী আকবর নামের এক ব্যক্তি ৬ জনের নামে থানায় গরু চুরির দায়ে মামলা নং-৭১১ ২০২২ ইং মামলা করেন।
সে মালমার প্রেক্ষিতে ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার পর থানা পুলিশ উত্তর রোসাংগিরি এলাকার এক ব্যক্তির সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তরা গরু চুরি করে নিয়ে যেতে দেখে চোরদের সনাক্ত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন নাজিরহাট পৌরসভার আজিমনগর গ্রামের মো.ইউনুছের ছেলে হাসান (৪০), রোসাংগিরি মনছফ বাড়ির মো.তৈয়বের ছেলে জিসান (২০), একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে নেজাম উদ্দিন (৩৫), মৃত মনু সওদাগরের ছেলে বাদল (৪০)।
এছাড়া পলাতক রয়েছে আজিমনগর গ্রামের আবুল হোসেনের ছেলে বোরহান (২৫) ও মান্নানের ছেলে ফোরকান (২৫)। এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুহাম্মদ মাসুদ বিন আনোয়ার বলেন- গরু চুরির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রামাঞ্চলে গরু চুরি সহ নানান অপরাধ দমনে কাজ করছে পুলিশ।
+ There are no comments
Add yours