রংপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে ৩৪ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন যার মধ্যে মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ২১ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
গতকাল (১৫ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবদুল বাতেন জানান, গত ৭ নভেম্বর তফসিল ঘোষণা করা হয়। এরপর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত মেয়র ও কাউন্সিলর পদে ৩৪ জন মনোনয়নপত্র কিনেছেন।
দুপুরে বর্তমান সিটি মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফার পক্ষে মনোনয়নপত্র কিনেছেন পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসীর। এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগরের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান পিয়াল মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এছাড়া সাধারণ কাউন্সিলর (পুরুষ) পদে ২১ এবং সংরক্ষিত কাউন্সিলর (নারী) পদে ১১ জন মনোনয়নপত্র কিনেছেন।
প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা আচরণবিধি মেনে কোনো রকমের শোডাউন ছাড়াই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবদুল বাতেন।
পৌরসভা থেকে ৩৩টি ওয়ার্ড নিয়ে ২০১২ সালের ২৮ জুন রংপুর সিটি করপোরেশন গঠন হয়। এরপর ওই বছরের ২০ ডিসেম্বর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝণ্টু প্রথম নগরপিতা হিসেবে নির্বাচিত হন।
+ There are no comments
Add yours