মোহনগঞ্জে ভয়াবহ সংঘর্ষে যুবক নিহত, পুলিশ-সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক

Estimated read time 0 min read
Ad1

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দিনব্যাপী দফায় দফায় সংঘর্ষে হতাহতের ঘটনায় হাসান (৩৫) নামে একজন নিহত হয়েছেন।

আজ (১৬ নভেম্বর) সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত মোহনগঞ্জ পৌরশহরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে ৯ পুলিশ সদস্য ও একজন সাংবাদিকসহ উভয়পক্ষের আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, মোহনগঞ্জের বরকাশিয়া গ্রামের একটি প্রভাবশালী গোষ্ঠী অটোরিকশা চালকদের কাছ থেকে প্রতিদিন ১০ টাকা করে চাঁদা নিয়ে আসছিল। এক অবস্থায় বুধবার সকালে একই উপজেলার বিরামপুর গ্রামের অটো চালকেরা চাঁদা দেবে না বললে দুপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে যায় এবং মোহনগঞ্জ পৌরশহর জুড়ে সংঘর্ষের প্রভাব ছড়িয়ে পড়ে। কয়েক দফা এ সংঘর্ষে তিন এসআইসহ ৯ পুলিশ সদস্য, ইত্তেফাকের সাংবাদিক সারোয়ার খোকনসহ উভয়পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক লোকজন আহত এবং এক যুবক নিহত হন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours