কুবি’র শেখ হাসিনা হলে শিক্ষার্থীর গায়ে হলুদ

Estimated read time 1 min read
Ad1

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে এক শিক্ষার্থীর গায়ে হলুদের আয়োজন করা হয়েছে।

হলের গেইম কক্ষে ১৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী নাইমুন নাহার লিলির বিয়ে উপলক্ষে এই গায়ে হলুদের আয়োজন করা হয়।

ক্যাম্পাসে প্রথমবারের মতো আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন লিলির বান্ধবীরা ও হলের সিনিয়র-জুনিয়রসহ সকল শিক্ষার্থী। পরিবার থেকে এই সাদামাটা অনুষ্ঠানে অংশ নেয় তার ছোট দুই বোন।

নাইমুন নাহার লিলির গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জের হাতিয়ামুড়ি। তার বিয়ে হতে যাচ্ছে একই উপজেলার সৌদি প্রবাসী মাকসুদুর রহমানের সঙ্গে।

শুক্রবার (১৮ নভেম্বর) পারিবারিকভাবে নিজ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

হলে গায়ে হলুদ অনুষ্ঠানের বিষয়ে লিলি আনন্দ প্রকাশ করে বলেন, হুট করেই পারিবারিকভাবে বিয়ে ঠিক হয় তার। সল্প সময়ের প্রস্তুতির কারণে বাড়িতে খুব ছোট পরিসরেই অনুষ্ঠান হবে বলে ঠিক হয়েছিল৷ কিন্তু আমার সবসময়ই স্বপ্ন ছিলো বিয়েতে বন্ধু-বান্ধব, ক্লাসমেট সবাই উপস্থিত থাকবে৷

পরিস্থিতির কারণে আমার মনে হয়েছিল এ স্বপ্নটা মনে হয় পূরণ হবে না। তখন আমার রুমমেট কানিজ আপু বললো যে আমরা হলেই তোর হলুদটা দিয়ে দেই। তোর বিয়েতে ফ্রেন্ড এবং ক্যাম্পাসের সবাইকে দাওয়াত দেওয়ার ব্যবস্থা করি তাহলে।

পরে আমার বাকি রুমমেট বুশরা, পারভীনরা মিলে এ উদ্যোগ নেন। সিনিয়র আপুরা এতোটা আদর-ভালোবাসা দিয়ে এ আবদারটা পূরণ করে নেবে আমি আসলেই ভাবিনি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours