ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা পৃথক তিন মামলায় আলোচিত ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ১৭ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
আজ (১৭ নভেম্বর) মতিঝিল, তেজগাঁও ও গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের করা মামলায় তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য ছিল। সাক্ষী উপস্থিত না হওয়ায় ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে ১৭ জানুয়ারি দিন ধার্য করেন।
এদিন আসামি রফিকুল ইসলামকে আদালতে হাজির করা হয়। মাদানীর আইনজীবী শোহেল মো. ফজলে রাব্বী এসব তথ্য জানিয়েছেন।
গত ২০২১ সালের ৭ এপ্রিল ভোরে রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে তাকে আটক করে র্যাব। এরপর থেকেই তিনি কারাগারে আটক রয়েছে।
+ There are no comments
Add yours