
সারাদেশের আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে (১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস)।
আজ (১৭ নভেম্বর) ভোর ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করেছে পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তর।
হিমালয়ের কাছাকাছি হওয়ায় পঞ্চগড়ে প্রতিবছর শীতের আগমন ঘটে কিছুটা আগেভাবে, শীত বিদায়ও নেয় দেরিতে। ডিসেম্বর-জানুয়ারি মাসে থাকে প্রচণ্ড শীত।
বর্তমানে হেমন্তের মাঝামাঝি এই সময়টাতে সন্ধ্যা নামলেই অনুভূত হচ্ছে শীত। রাত বাড়ার সঙ্গে বাড়তে থাকে শীতের অনূভূতি। গত কয়েক দিন আগে কুয়াশার পরিমাণ বেশি থাকলেও এখন কিছুটা কমেছে।
এ সময়ে উত্তরের পরিষ্কার নীল আকাশে দৃশ্যমান হয় পৃথিবীর তৃতীয় বৃহত্তম শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। এ কারণে পর্যটকরা পঞ্চগড়ে ছুটে আসছেন।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours