জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করা হয়েছে। আজ (১৭ নভেম্বর) অধিদপ্তরে মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক এবং প্রধান কার্যালয়, ঢাকা বিভাগীয় কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতার প্রতিকৃতি এবং তার বর্ণাঢ্য জীবন, কর্ম, আদর্শ ও স্বাধীনতা সংগ্রামের উপর প্রকাশিত বই ও সাময়িকী সন্নিবেশিত করা হয়েছে।
মহাপরিচালক বঙ্গবন্ধু কর্নারের বিভিন্ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন পরবর্তী ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, দেশ প্রেম এবং দেশ ও জাতি গঠনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
+ There are no comments
Add yours