২০ নভেম্বর কাতারে শুরু হতে যাওয়া বিশ্বকাপের ২২তম আসর ঘিরে উন্মাদনা সবখানেই। তবে বাংলাদেশে ফুটবল উন্মাদনা মানেই ব্রাজিল-আর্জেন্টিনা।
বিশ্বকাপ এলেই এই দু’দলকে নিয়ে দুই শিবিরে ভাগ হয়ে যায় পুরো দেশ। এবার ব্রাজিল-আর্জেন্টিনার উচ্ছ্বাস দেখা যাবে নাটকে।
পুরান ঢাকার দুই বন্ধু তৌসিফ ও জোভান যাদের একজন আর্জেন্টিনার ঘোর সমর্থক আরেকজন ব্রাজিলের।
কে কাকে পরাজিত করবে, কে কত বড় সমর্থক সেই প্রমাণ পতাকা টাঙানো, বাজি ধরা, মিছিল করা, হাতাহাতি, মিলাদ-মোনাজাত করা, গাধার পিঠে ওঠা ইত্যাদি। আর্জেন্টিনার জয়ের জন্য তৌসিফ মিলাদ মাহফিলের আয়োজন করতেও দেখা গেছে নাটকের ট্রেইলারে।
এমন গল্প নিয়ে মুহাম্মদ মিফতাহ্ আনান তৈরি করেছেন কমেডি নাটক ‘ঢাকাইয়া ওয়ার্ল্ডকাপ’। তিনি জানান, সদ্য শুটিং শেষ হয়েছে নাটকটির। ২৫ নভেম্বর একটি বেসরকারি টিভিতে প্রচার হবে ‘ঢাকাইয়া ওয়ার্ল্ডকাপ’। পরদিন একটি ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।
+ There are no comments
Add yours