শেরপুরে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন

Estimated read time 1 min read
Ad1

শেরপুরে ৬ বছর পর দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ দিয়ে মাঠে গড়ালো ক্রিকেট মৌসুম। ১৭ নভেম্বর বৃহস্পতিবার বেলুন ও পায়রা উড়িয়ে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোক্তাদিরুল আহমেদ। উদ্বোধনী খেলায় অর্ক ক্লাব ৬০ রানে সানরাইজ ক্লাবকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট লাভ করে।

জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা জানান, এবারের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে ১৫ দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বদ্বিতা করছে। গ্রুপ পর্বের খেলায় রাউন্ড রবীন লীগ ভিত্তিতে খেলবে। প্রতিটি ম্যাচ হবে ওয়ানডে’র নিয়মে ২০ ওভার করে। গ্রুপের শীর্ষস্থান লাভকারী ৪ দলকে নিয়ে সেমিফাইনাল এবং সেমিফাইনালের বিজয়ী দুই দল ফাইনালে খেলবে।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোক্তাদিরুল আহমেদ। এসময় অন্যান্যদের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মানিক দত্ত, ক্রিকেট উপ-কমিটির সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, আম্পায়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুল প্রমুখ বক্তব্য রাখেন। অন্যান্যের মাঝে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, ক্লাব প্রতিনিধি, ক্রিকেটার, সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন শেষে একই মঞ্চে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ডিএসএ দাবা প্রতিযোগিতা এবং স্কুল দাবা প্রতিযোগিতার বিজয়ী এবং বিজিতদের মাঝে পুরষ্কার, সনদপত্র ও প্রাইজমানি বিতরণ করা হয়।

উদ্বোধনী খেলায় টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অর্ক ক্লাব নির্ধারিত ২০ ওভারের খেলায় ১ বল বাকী থাকতে ১০৭ রান করে অলআউট হয়। সানরাইজের বোলার সজন একাই ধ্বসিয়ে দেন অর্ক ক্লাবকে। তার ৪ ওভারের স্পেলে ৮ রান খরচায় ৫ উইকেট তুলে নেন। সবকটি উইকেট লাভ করে নিজের দ্বিতীয় এবং ইনিংসের ১৫তম ওভারে। অর্কের পক্ষে অনিক ৩০ এবং শরিফ ১১ রান করলেও আর কেউ দু’অংকের ঘর ছুঁতে পারেননি। মিস্টার এ·ট্রা থেকে এসেছে সর্বোচ্চ ৩৬ রান। সানরাইস ক্লাব ১০৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন। ১৫ ওভার ২ বলে মাত্র ৪৭ রানে অলআউট হলে ৬০ রানের বিশাল জয় পায় অর্ক ক্লাব। সানরাইজের পক্ষে অতিরিক্ত থেকে সর্বোচ্চ ১৮ এবং বোলিং অলরাউন্ডার সজনের এক ছক্কার বদৌলতে ১৫ রান ছাড়া আর কোন ব্যাটার দুই অংকের ঘর ছুুঁতে পারেননি। অর্কের বোলার সুজন এবং ইমন উভয়েই ৫ রানে ৩টি করে উইকেট দখলে নেন।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত জানান, দ্বিতীয় বিভাগের খেলা শেষ হলেই প্রথম বিভাগ এবং তারপর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ শুরু হবে। সর্বশেষ ২০১৬ সালে প্রথম ও দ্বিতীয় বিভাগে ক্রিকেট লীগের খেলা অনুষ্ঠিত হয়েছিলো। স্টেডিয়ামের নির্মাণ কাজ, মাঠ সংস্কার এবং করোনার কারণে ক্রিকেট লীগের খেলা অনুষ্ঠান করা যায়নি। এবার টার্ফ উইকেটে খেলা হচ্ছে। বিসিবি’র পক্ষ থেকে দু’টি টার্ফ উইকেট নির্মাণ করে দেওয়া হয়েছে। এজন্য তিনি বিসিবি’র প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন।

আরিফুল ইসলাম/ শেরপুর জেলা প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours