বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়ের ৩১৮ জন ছাত্র-ছাত্রীর মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা সামগ্রী বিতরণ করেছে দুর্নীতি দমন কমিশন।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে টিফিন বক্স ও স্কেল বিতরণ করা হয়।
এ সময় সংস্থাটির সহকারী পরিচালক রাজ কুমার সাহা প্রধান অতিথি এবং উপ সহকারী পরিচালক পপি হাওলাদার ও ঢাকা পোস্টের সাংবাদিক আবদুর রহমান মাসুম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে দুদকের সহকারী ইন্সপেক্টর সাঈদ আনোয়ারসহ স্কুলের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ছাত্রছাত্রীদের উদ্দেশে তারা বলেন, নিয়মিত পড়াশোনা করার পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত হবে। শিক্ষকদের কথা শুনতে হবে, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এলাকার যেকোনো অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনে দুদকের হটলাইন-১০৬ এ কল করে অভিযোগ জানানো যেতে পারে।
+ There are no comments
Add yours