নেত্রকোণার সীমান্তবর্তী এলাকায় ধান খেতে এসে বন্য হাতির মৃত্যু হয়েছে।
আজ (১৮ নভেম্বর) জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বেতগড়া এলাকায় ধানের জমিতে কাদার মধ্যে হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
বেলা ১১টার দিকে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আহাদ খান এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে বিজিবি সদস্যরা রয়েছেন। মৃত হাতিটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
ধারণ করা হচ্ছে, পাহাড় থেকে নেমে হাতিটি হয়তো বেশি ধান খেয়ে কাদার মধ্যে আটকে গিয়ে মারা গেছে। হাতিটির পেট ফুলে উঠেছে। বেশি বয়স হওয়ার কারণে স্বাভাবিকভাবেও অনেক সময় বন্য হাতিরা মারা যায়। এ হাতিটির ক্ষেত্রে এমনই হয়েছে। বন বিভাগের লোকজনের কাছে মৃত হাতিটি হস্তান্তর করা হবে।
+ There are no comments
Add yours