রানা মোল্লা,খাগড়াছড়ি:–
শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রামগড় উপজেলা বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রামগড় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল কাদের। তিনি বলেন, মহামতি বুদ্ধের জীবনের প্রতিটি ঘটনা পুর্ণিমা কেন্দ্রিক। তাঁর জন্ম, গৃহত্যাগ, বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণ লাভ, বুদ্ধের প্রথম ধর্ম প্রচারের দিন সবই পুর্ণিমায়। তাই বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান সব ধর্মীয় উৎসব হয় পুর্ণিমা কেন্দ্রিক।
আষাঢ়ী পুর্ণিমা থেকে আশ্বিনী পুর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাব্রত পালনের শেষ দিন এটি। প্রবারণা মানে ভুল-ক্রুটির নির্দেশ, আশার তৃপ্তি, অভিলাষ পূরণ ও ধ্যান শিক্ষা সমাপ্তি। শুভ প্রবারণা উপলক্ষে জাতি ধর্ম নির্বিশেষে রামগড় উপজেলা বাসীকে জানাই শুভেচ্ছা। সেইসাথে মহামতি গৌতম বুদ্ধের মূলমন্ত্র অনুসারে বলতে হয় “সব্বে সত্তা সুখিতা ভবন্তু” অর্থাৎ জগতের সকল প্রাণী সুখি হউক
+ There are no comments
Add yours