বর্তমান সরকার গারো, হাজং, চাকমা, মারমাসহ সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে খুবই আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
শুক্রবার (১৮ নভেম্বর) রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজ প্রাঙ্গণে ঢাকা ওয়ানগালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় যেভাবে সব সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করেছিল, একইভাবে এখন সবাই মিলে দেশটাকে গড়ে তুলতে হবে। সারা বিশ্বে যাতে আমরা গর্বের জাতি হিসেবে উন্নীত হতে পারি।
বর্তমান সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর বনবিভাগের মিথ্যা মামলার হয়রানি বন্ধ করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, মধুপুরে ১৪ বছরে একজন গারোও বনবিভাগের মামলায় গ্রেপ্তার হয়নি। যাদের বিরুদ্ধে ১৬টি, ১৭টি এমনকি প্রায় শতাধিক মামলা আছে তাদেরও গ্রেপ্তার করতে দেওয়া হয়নি।
+ There are no comments
Add yours