চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাদকের বিরুদ্ধে লেখালেখির কারণে চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে হেনস্তা এবং সাংগঠনিক সম্পাদককে ছাত্রলীগ কর্তৃক মারধরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
আজ (১৮ নভেম্বর) ডুজার সভাপতি মামুন তুষার ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেল এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মাদকের বিরুদ্ধে লেখায় সাংবাদিক নির্যাতনের এমন ঘটনায় আমরা স্তম্ভিত ও ক্ষুব্ধ।
সাংবাদিকদের কাজে বাধা না দিতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের প্রতিশ্রুতি দেওয়ার পরও এমন ঘটনা ছাত্রসংগঠন হিসেবে ছাত্রলীগের জন্য লজ্জার। এমন ঘটনা সংবিধান স্বীকৃত গণমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতার উপর হামলা বলে আমরা মনে করি।
বিবৃতিতে আরো বলা হয়, এ ঘটনাকে হালকাভাবে না দেখে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতি আহ্বান জানাই। অন্যথায় সারা দেশের ক্যাম্পাসগুলোতে কর্মরত সাংবাদিকদের নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
+ There are no comments
Add yours