সাভারের আশুলিয়ায় একটি বেসরকারি মেডিকেল কলেজ সরকারি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপে অন্য প্রতিষ্ঠানে মাইগ্রেশনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
আজ (১৯ নভেম্বর) বেলা ১১টায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের আশুলিয়ার নরসিংহপুরের সরকার মার্কেট এলাকায় নাইটিঙ্গেল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন।
শিক্ষার্থীরা জানান, ২০১৭ সালে ভর্তি হয়ে প্রায় ৪ বছর শেষ হয়েছে। ভর্তির পর থেকেই আমরা কর্তৃপক্ষকে বলেছি কলেজ ঠিক করেন। বিএমডিসির রেজিস্ট্রেশন আমাদের করে দিতে হবে। এ বিষয়ে এমডির সঙ্গে অনেক বার বসতে চাইলেও তিনি আমাদের সঙ্গে বসবেন না বলে জানিয়ে দিয়েছেন।
তারা আরও জানায়, এই মেডিকেল কলেজে আমরা ১৫ লাখ টাকা খরচ করে ভর্তি হয়েছি, কিন্তু কোনো রোগী নেই। আমাদের পর্যাপ্ত শিক্ষাদানে ব্যর্থ। সরকারের হস্তক্ষেপে আমাদের মাইগ্রেশন চাই।
+ There are no comments
Add yours