ফেনীর সোনাগাজীতে আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান হত্যা মামলা পুনরায় তদন্ত ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধান বনজ কুমার মজুমদারের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের স্বজনরা।
আজ (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা শহরের জিরো পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, নুসরাত হত্যার ঘটনায় প্রধানমন্ত্রী ন্যায়বিচার করতে বললেও পিবিআই স্থানীয় রাজনৈতিক বিভাজনকে কাজে লাগিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে জজ মিয়া নাটক সাজিয়ে সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন ও পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলমসহ ১৬ আসামিকে ফাঁসির আসামি বানিয়েছে।
এছাড়া ঘুষ বাণিজ্য, ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ ও নুসরাতের আত্মহত্যার করার হুমকি সম্বলিত এসএমএস গায়েব, গ্রেপ্তারকৃতদেরকে বৈদ্যুতিক শক, ড্রিল মেশিন ব্যবহার এবং বিবস্ত্র করে স্বীকারোক্তি আদায় করেছেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। ন্যায়বিচারের স্বার্থে মামলার বিচার বিভাগীয় তদন্তসহ বনজ কুমারের শাস্তি দাবি করেন তারা।
প্রসঙ্গত, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহানকে যৌন নিপীড়নের দায়ে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে গ্রেপ্তার করে পুলিশ। ৬ এপ্রিল ওই মাদরাসা কেন্দ্রের সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে অধ্যক্ষের সহযোগীরা নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেন। ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান নুসরাত জাহান।
+ There are no comments
Add yours