
সুমন পল্লব হাটহাজারী, চট্টগ্রাম
সারা দেশের ন্যায় চট্টগ্রামের হাটহাজারীতেও বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে যুবর্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে রবিবার (১ লা নভেম্বর) বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“মুজিববর্ষের আহ্বান যুব কর্মসংস্থান” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় এস,এম সাহেদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাকিলা খাতুন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন।
অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ আবদুল্লাহ ওয়াহিদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম,উপজেলা সমবায় সমিতির সভাপতি সুলতান আহমেদ চৌধুরী, প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, উপজেলা যুব উন্নয়ন কার্য়ালয়ের হিসাবরক্ষক মোঃশরিফ, কাচারী সড়ক বনিক সমিতির সাধারন সম্পাদক রেজাউল করিম বাবু, কামাল পাড়া যুব সংঘের সাধারন সম্পাদক মোঃ নাছির প্রমূখ।
আলোচনা শেষে যুব ঋণের চেক বিতরণ ও শ্রেষ্ঠ সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
+ There are no comments
Add yours