শ্রমিক সংকটে থাকা বর্গাচাষি শহীদুল ইসলামের ধান বিনামূল্যে কেটে দিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ আর্জেন্টাইন সমর্থক।
১৯ নভেম্বর সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে ধান কাটেন তারা।
৬ আর্জেন্টাইন সমর্থক হলেন, বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের ১২তম ব্যাচের তাহমিদুর রহমান নাহিন, সমাজ বিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের মাহমুদুল হাসান সুজন,ফলিত গণিত বিভাগের ১৩তম ব্যাচ আবদুল্লাহ বায়েজিদ তপু, প্রাণ রসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের রাশেদ হোসেন, পরিসংখ্যান বিভাগের ১৩তম ব্যাচের মো. আবুল বাশার ও অর্থনীতি বিভাগের ১৪তম ব্যাচের মো. সেলিম হোসেন।
তারা বলেন, বিশ্বকাপ উন্মাদনা কৃষক শ্রমিক সবার। সাধারণ মানুষ যখন কাজে যাওয়ার সময় আর্জেন্টিনার জার্সি গায়ে দিচ্ছে তখন তাকে ট্রল করা হচ্ছে। বিশ্বকাপটা সবার, তাই এসব মানুষকে নিয়ে ট্রল না করার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে ধান কেটেছি।
তারা আরও বলেন, এ বছর অনেক আগেই ধান পেকেছে। শ্রমিক সংকটে ধান কাটতে পারছিলাম না। অতিরিক্ত টাকা দিয়েও শ্রমিক পাই নাই। আর্জেন্টিনার সমর্থকরা আমাকে সহযোগিতা করেছেন, তাই তাদেরকে ধন্যবাদ জানাই।
+ There are no comments
Add yours