নারায়ণগঞ্জে রেদোয়ান নামে ১৪ বছর বয়সী এক কিশোরকে হাত-পা বেঁধে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে তার মা লিপি বেগমের বিরুদ্ধে। পরে বাবার অভিযোগের ভিত্তিতে মাকে আটক করে পুলিশ।
১৯ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় সে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
একইদিন রাতে মৃতের বাবা নারায়ণগঞ্জ সদর মডেল থানায় তার ছেলেকে হত্যা করা হয়েছে উল্লেখ করে লিখিত অভিযোগ দিলে পুলিশ লিপি বেগমকে আটক করে।
জানা যায়, রেদোয়ান স্থানীয় প্রিন্টের কারখানায় কাজ করতো। অনিয়মিত হওয়ায় ৬ থেক ৭ মাস আগে কর্মহীন হয়ে পরে। অভাবের সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন তার মা লিপি বেগম।
এ বিষয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়াঝাটি হয়। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় লিপি তার দুই সন্তান নিয়ে নগরীর বেপারীপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
ঘটনার দিন গত ১৩ নভেম্বর বিকেলে রেদোয়ানদের বাসা থেকে চিৎকার ও ধোঁয়া দেখে স্থানীয়রা যেয়ে তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে। পরে তার বাবা আনোয়ারকে খবর দেয়া হয়। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে সেখানে সাতদিন চিকিৎসাধীন থেকে মারা যায় সে।
+ There are no comments
Add yours