আজ স্বাগতিক কাতার ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ২০২২ কাতার বিশ্বকাপ ফুটবলের মহারণ।
কাতারের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকলেও বিশ্বকাপ আয়োজন উপভোগ করতে এসেছে ইসরায়েলের সাধারণ মানুষও।
ফলে ফিফার অনুরোধের প্রেক্ষিতে বিশ্বকাপ উপভোগে বিশেষভাবে ইসরায়েলের নাগরিকদের কাতার আসার সুযোগ দেওয়া হয়েছে।
ইসরায়েলের তেল আবিব থেকে সরাসরি চাটার্ড বিমানে করে কাতারের রাজধানী দোহায় আসার ব্যবস্থা করা হয়েছে তাদের।
কাতারে খেলা দেখতে আসা নিজ নাগরিকদের জন্য চিন্তায় পড়েছে ইসরায়েলের সরকার। যে কারণে সরকারের পক্ষ থেকে নাগরিকদের মুসলিম দেশ কাতারের নিয়ম-নীতি ও আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
আর বিশেষ করে অনুরোধ করা হয়েছে তারা যেন কাতারে তাদের ‘ইসরায়েলি পরিচয়’ গোপন রাখেন।
ইসরায়েলের জ্যেষ্ঠ কূটনীতিক লিয়র হায়াত কাতারগামী সমর্থকদের সতর্ক করে বলেছেন, ‘ইরানের দল বিশ্বকাপে থাকবে এবং আমরা ধারণা করছি অন্তত লাখ খানেক ইরানি বিশ্বকাপে যাবে। এছাড়া মধ্যপ্রাচ্যের আরও কিছু দেশের মানুষ থাকবে যাদের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক নেই।’
এদিকে বিশ্বকাপ উপভোগ করতে ৪ হাজার ইসরায়েলি এবং ৮ হাজার ফিলিস্তিনি কাতার ভ্রমণের ভিসা দেওয়া হয়েছে।
+ There are no comments
Add yours