আগামী গ্রীষ্ম মৌসুমে লোডশেডিং হবে না : সংসদীয় কমিটি

Estimated read time 1 min read
Ad1

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে আগামী গ্রীষ্ম মৌসুমে লোডশেডিং হবে না।

কয়লাভিত্তিক কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র সহসাই উৎপাদনে আসার কথা উল্লেখ করে বিদ্যুৎ বিভাগ থেকে সংসদীয় কমিটিকে এ তথ্য জানানো হয়েছে।

আজ (২০ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে লোডশেডিং পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

কমিটি সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য মো. আবু জাহির, মো. আলী আজগার, মো. নূরুল ইসলাম তালুকদার, খালেদা খানম এবং নার্গিস রহমান অংশগ্রহণ করেন।

বৈঠকে বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র, ভারতের গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র ও চট্টগ্রামের বাশখালীর এসএস পাওয়ার ওয়ান বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদনে আসার বিষয়টি জানান।

এর মধ্যে কোনো কোনো কেন্দ্র অনানুষ্ঠানিকভাবে উৎপাদনও শুরু করেছে বলে জানান। এ সময় তিনি সম্প্রতিক সময়ে লোডশেডিং কমে যাওয়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ডিসেম্বর থেকে লোডশেডিংয়ের সমস্যা থাকবে না। আগামী গ্রীষ্ম মৌসুমেও লোডশেডিং হবে না।

এদিকে বৈঠকে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপনের সর্বশেষ তথ্য উপস্থাপন করা হয়।

বৈঠকের কার্যপত্র থেকে জানা, গেছে সারা দেশে বিদ্যুতের ৪ কোটি ৩৭ লাখ গ্রাহকের মধ্যে অক্টোবর ২২ পর্যন্ত ৬টি বিতরণ কোম্পানি ৫১ লাখ ৫৬ হাজার ৬২টি প্রি-পেইড মিটার স্থাপন করেছে। মোট গ্রাহকের তুলনায় প্রি-পেইড সংযোগ দেওয়া হয়েছে ১১ দশমিক ৮ শতাংশ।

৬টি বিতরণ কোম্পানির মধ্যে বাবিউবো প্রি-ডেইড গ্রাহক ১৫ লাখ ৯০ হাজার ২৫৬টি, বিআরইবি ১৩ লাখ ১০ হাজার ৫৬৪টি, ডিপিডিসি ৬ লাখ ৫১ হাজার ৪২১টি, ডেসকো ৬ লাখ ২০ হাজার ৩৬০টি, ওজোপাডিকো ৪ লাখ ৮৪ হাজার ২৮টি এবং নেসকো ৫ লাখ।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours