শত আলোচনা-সমালোচনাকে পেছনে ফেলে অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে কাতারের ফুটবল বিশ্বকাপ। মাঠের লড়াই শুরুর আগে মরুর বুকে এখন চলছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
প্রথম দিনের খেলায় মাঠে নামছে স্বাগতিক কাতার, প্রতিপক্ষ ইকুয়েডর।
বাংলাদেশ সময় আজ রোববার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮টায় কাতারের আল বায়াত স্টেডিয়ামে আয়োজিত হয়েছে বর্ণীল এ উদ্বোধনী অনুষ্ঠান।
৬০ হাজার দর্শকভর্তি স্টেডিয়ামে শুরুতেই পারফর্ম করেছেন কাতারের আঞ্চলিক শিল্পীরা। নাচ-গান এবং ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে তারা তুলে ধরতে চেয়েছেন উপসাগরীয় দেশটির সংস্কৃতি।
কাতারের আঞ্চলিক পারফরম্যান্সের মধ্যেই হুট করে মঞ্চে এসে হাজির হন হলিউড কিংবদন্তি মরগান ফ্রিম্যান। মঞ্চে কয়েক মিনিটের উপস্থিতিতে দর্শকদের মাতিয়েছেন ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’ সিনেমার বিখ্যাত এ অভিনেতা।
বিভিন্ন বিশ্বকাপের মাসকটগুলোকে উপস্থাপন করা হয় অনুষ্ঠানে। সবশেষে মাঠে প্রবেশ করেন বর্তমান মাসকট। বৃহদাকৃতির মাসকট লাইব আসার কিছুক্ষণ পর মঞ্চে আসেন দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ব্যান্ড বিটিএসের গায়ক জুং কুক। একটু পরই তার সঙ্গে যোগ দেন কাতারি গায়ক ফাহাদ আল-কুবাইসি।
তবে কাতারের রাজধানী দোহা থেকে ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত ৬০০০০ দর্শক ধারণ ক্ষমতার আল বাইত স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। মাঠের লড়াইটা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায় উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে কাতার। প্রতিপক্ষ ইকুয়েডর।
+ There are no comments
Add yours