আসছে বছর মার্চে কাতারের দোহায় অনুষ্ঠিত হতে যাওয়া স্বল্পোন্নত দেশ সম্পর্কিত পঞ্চম জাতিসংঘ সম্মেলন বাস্তবায়নে বাংলাদেশের সহযোগিতা ও সমর্থন চেয়েছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস।
আজ (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাতে এ সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন আবাসিক সমন্বয়ক গুইন লুইস।
গুইন লুইস চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় তার সাম্প্রতিক সফর বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করেন, যেখানে জাতিসংঘের আর্থ-সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়, বিশেষ করে মিশরে সম্প্রতি অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনের প্রেক্ষাপটে অভিযোজন ও প্রশমনের উদ্যোগ আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন।
+ There are no comments
Add yours