
খুলনায় ট্রাকের ধাক্কায় মুসাব্বির হোসেন নামে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। তিনি কেএমপির সহকারী কমিশনারের বডিগার্ড ছিলেন।
আজ (২১ নভেম্বর) সকালে নগরীর দৌলতপুর মিনাক্ষী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার সকালে ফায়ারিং প্রশিক্ষণে যাওয়ার পথে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করে হেলপারকে আটক করা হয়েছে।
+ There are no comments
Add yours