দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় বিওসি রোড় সংলগ্ন পশ্চিম হাইদগাঁও ফৌজ্জারপুলের সামনে দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আর্দশ সুনাগরিক গড়ার প্রত্যয়ে মাদ্রাসাটি নতুন যাত্রা শুরু করেছে।
আজ (২৪ নভেম্বর) বৃহস্পতিবার মাদ্রাসার কার্যালয় থেকে শিক্ষার্থীরা ভর্তি ফরম সংগ্রহ করেন।
আধুনিক মানের মাদ্রাসাটিতে রয়েছে, আবাসিক, অনাবাসিক, ডে-কেয়ার সহ হিফজ বিভাগ, নাযেরা বিভাগ, নুরানি বিভাগ, জেনারেল বিভাগ, হিফজ রিভিশন বিভাগ, ইভিনিং কুরআনিক কোর্সের ব্যবস্থা রয়েছে।
এসময় মাদ্রাসার পরিচালক মওলানা ফোরকান কাদেরী বলেন, আহলে সুন্নত ওয়াল জামা’আত এর আক্বিদার উপর প্রতিষ্ঠিত।
আধুনিক আরবি ও ইংরেজি ভাষায় পড়ালেখার সমান দক্ষতা রয়েছে, প্রশিক্ষনপ্রাপ্ত, অভিজ্ঞ ক্বারী ও দক্ষ শিক্ষক দ্বারা পাঠদান সহ মনোরম পরিবেশে উন্নত স্বাস্থ্য সম্মত আবাসিক হোস্টেলের সুবিধা ও জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহনের ও সুযোগ রয়েছে।
এদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সাথে কথা বলে জানা যায়, আধুনিক আরবি শিক্ষার জন্য ও দক্ষ হাফেজ তৈরি করার সবচেয়ে বড় একটি প্লাটফর্ম হচ্ছে কানযুল ঈমান হিফযুল কুরআন মডেল মাদ্রাসা।
যাতে রয়েছে আধুনিক শিক্ষার সকল কলাকৌশল ও দক্ষ শিক্ষক দ্বারা পাঠদান। তাই সুশিক্ষা ও আধুনিক আরবি শিক্ষা অর্জনের জন্য মাদ্রাসায় ভর্তির জন্য অনুরোধ জানিয়েছেন বিভিন্ন মাদ্রাসা কতৃপক্ষ।
+ There are no comments
Add yours