বিজ্ঞানমনস্ক জাতি গঠনে প্রতিশ্রতিবদ্ধ, প্রতিপাদ্যে দেশব্যাপী বিজ্ঞান সচেতনতা সৃষ্টি এবং শিশু- কিশোর ও তরুণদের মধ্যে প্রযুক্তি উদ্ভাবনী চেতনা বিকাশের লক্ষ্যে কােম্পানীগঞ্জ উপজেলা পর্যায়ে জাতীয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুইদিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার ২৩নভেম্বর সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সাহাব উদ্দিন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ উপলক্ষে কােম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মােঃ মেজবা উল আলম ভূঁইয়া এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ বছর ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলো অংশগ্রহণ করছেন।
অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন,পর্যায়ক্রমে “সিরাজপুর উচ্চ বিদ্যালয়ে” স্টলে আসেন,সেখানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আবিষ্কৃত জিনিটি সম্পর্কে অবগত করেন সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক “মাঈন উদ্দিন স্যারের” সহায়তা ছাত্ররা উপজেলা চেয়ারম্যান সাহাব উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার মােঃ মেজবা উল আলম ভূঁইয়াকে তাঁরা দেখে উভয়ই প্রসংশা করেন, পাশাপাশি ছাত্রের প্রতিভা কাজে লাগিয়ে দেশ ও জাতির কিছু করার জন্য বলেন। জাতীয় বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টল সমূহের বিপরীতে পুরস্কার বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
+ There are no comments
Add yours