রংপুরে পুলিশি বাধার মুখে কার্যালয়ের গলিতেই বিক্ষোভ করতে হয়েছে ছাত্রদলের নেতাকর্মীদের।
কেন্দ্রীয় সভাপতি কাজী রওনুকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ শীর্ষ নেতাদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে রংপুর জেলা ছাত্রদল। তবে পুলিশি বাধায় দলীয় কার্যালয়ের সরু গলি থেকে বের হয়ে প্রধান সড়কে উঠতে পারেনি তারা।
বিক্ষোভের শুরুতেই কার্যালয়ের গলিতে পুলিশি ব্যারিকেডের মুখে পড়েন নেতাকর্মীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে সামনে এগিয়ে যেতে না পেরে কার্যালয়ের সরু গলিতেই পুলিশি ব্যারিকেডের মধ্যে প্রতিবাদ সমাবেশ করেন। এসময় রংপুর জেলা ছাত্রদলের বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার (২২ নভেম্বর) রংপুরে বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
সে ঘটনায় ২০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ যেখানে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সম্পাদক আনিছুর রহমান লাকুর নাম উল্লেখ করা হয়েছে।
এ কারণে বুধবার জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ঘিরে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকে বিএনপির কার্যালয়ের আশপাশে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়।
+ There are no comments
Add yours