
এস. এম. তারেক, কক্সবাজার জেলা প্রতিনিধি :
কক্সবাজারের ঈদগাঁও ইদগড় সড়কের ডাকাত প্রবন এলাকায় নারী সাংসদ কানিজ ফাতেমা মোস্তাকের সহায়তায় ৬টি সোলার লাইট স্থাপন করা হয়েছে। কয়েকদিন আগে সম্পন্ন হয় এসব বাতি স্থাপনের কাজ।
পুলিশের তল্লাশী অভিযান জোরদার ,ডাকাতের তৎপরতা কমাতে এবং পথচারীদের রাস্তা প্রদর্শনে এসব বাতি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মোঃ আবদুল হালিম। কিছুদিন আগে সংগীত শিল্পী জনিকে ওই সড়কের যে জায়গায় ডাকাতেরা হত্যা করেছিল ওই পয়েন্টেই ( পানের ছড়া ঢালায়) মুলত বাতিগুলো স্থাপন করা হয়েছে।
এদিকে সড়কের গুরুত্বপূর্ণ ওই পয়েন্টে দ্রুত বাতি স্থাপন করায় ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশের পক্ষ থেকে নারী সাংসদ কানিজ ফাতেমা মোস্তাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ হয়েছে।
+ There are no comments
Add yours