যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, বর্তমানে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট চলছে। এই ঝড়ে আমরা সবাই ভুগছি। তবে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে বিভেদ কাম্য নয়। যেই দলই সাপোর্ট করি না কেন আমরা একে অপরের ভাই।
আজ (২৫ নভেম্বর) বিকেলে নোয়াখালী পুলিশ লাইন্সে আন্তঃথানা পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ফুটবল বিশ্বকাপ নিয়ে ফেসবুকে একে অপরের বিরুদ্ধে কুৎসা রটনা করছে। একটা দলকে ভালোবাসতেই পারি কিন্তু আমরা সীমার মধ্যে থাকব। আমরা অবশ্যই বিশ্বকাপ ফুটবল উপভোগ করব। অপ্রীতিকর কিছু যেন না ঘটে সেদিকে নজর রাখতে হবে।
এ সময় নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, নোয়াখালীতে আন্তঃথানা পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে নতুন করে ফুটবল উন্মাদনা শুরু হয়। এতে নোয়াখালীর প্রতিটি উপজেলা থেকে একটি করে ফুটবল দল অংশগ্রহণ করে। প্রত্যেকটা দলই ভালো খেলেছে। এমন আয়োজন অব্যাহত থাকবে।
এরপর প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল আন্তঃথানা পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল সুধারাম মডেল থানা ও রানার্সআপ কবিরহাট থানার খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
+ There are no comments
Add yours