‘এমপিদের নিরাপদ আবাসস্থল নিশ্চিতে প্রধানমন্ত্রী খুবই যত্নবান’

Estimated read time 1 min read
Ad1

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সংস্কারকৃত সংসদ সদস্য ভবনগুলো আধুনিকায়ন করা হয়েছে উল্লেখ করে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদ সদস্যদের (এমপি) জন্য সুন্দর পরিবেশ ও সুযোগ সুবিধাসম্পন্ন আবাসস্থল নিশ্চিতকরণে আন্তরিকভাবে চেষ্টা করা হচ্ছে এবং প্রধানমন্ত্রী এ সব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের খুবই যত্নবান।

আজ (২৫ নভেম্বর ) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংস্কারকৃত ৫ নং সংসদ সদস্য ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সংসদ-সদস্য ভবনে বসবাসরত সংসদ-সদস্যরা নিজেদের মধ্যে অ্যাসোসিয়েশন গঠনের মাধ্যমে সংসদ-সদস্য ভবনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ব্যবস্থা করতে পারেন ।

এরপর স্পিকার সংস্কারকৃত ৫ নং সদস্য ভবনটি পরিদর্শন করেন এবং মো. মসিউর রহমান রাঙ্গাকে প্রতীকী চাবি হস্তান্তর করেন। এ অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, সংসদ-সদস্য ভবন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মো. সাইফুজ্জামান, যুগ্ম আহ্বায়ক নাহিদ ইজাহার খান, যুগ্ম আহ্বায়ক নার্গিস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours