প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সংস্কারকৃত সংসদ সদস্য ভবনগুলো আধুনিকায়ন করা হয়েছে উল্লেখ করে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদ সদস্যদের (এমপি) জন্য সুন্দর পরিবেশ ও সুযোগ সুবিধাসম্পন্ন আবাসস্থল নিশ্চিতকরণে আন্তরিকভাবে চেষ্টা করা হচ্ছে এবং প্রধানমন্ত্রী এ সব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের খুবই যত্নবান।
আজ (২৫ নভেম্বর ) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংস্কারকৃত ৫ নং সংসদ সদস্য ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সংসদ-সদস্য ভবনে বসবাসরত সংসদ-সদস্যরা নিজেদের মধ্যে অ্যাসোসিয়েশন গঠনের মাধ্যমে সংসদ-সদস্য ভবনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ব্যবস্থা করতে পারেন ।
এরপর স্পিকার সংস্কারকৃত ৫ নং সদস্য ভবনটি পরিদর্শন করেন এবং মো. মসিউর রহমান রাঙ্গাকে প্রতীকী চাবি হস্তান্তর করেন। এ অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, সংসদ-সদস্য ভবন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মো. সাইফুজ্জামান, যুগ্ম আহ্বায়ক নাহিদ ইজাহার খান, যুগ্ম আহ্বায়ক নার্গিস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours