চাকরিচ্যুত সার্ভেয়ার মোতালেব হোসেনের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক সৈয়দ মেহেদী হাসানসহ বরিশালের ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে ঝালকঠিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
আজ (২৫ নভেম্বর) ঝালকঠির নলছিটি উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন বিজয় উল্লাস চত্বরে সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তারা বলেন, দুর্নীতিবাজরা ডিজিটাল নিরাপত্তা আইনকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের দুর্নীতি ঢেকে রাখার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে দুর্নীতিবাজ সাবেক সার্ভেয়ার মোতালেব ছয় সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করেছেন। দুর্নীতিবাজ সাবেক সার্ভেয়ারের মামলায় সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, এ্যাংকর সিমেন্ট কোম্পানি থেকে অনিয়মের কারণে চাকরিচ্যুত সার্ভেয়ার মোতালেব হোসেনের জালিয়াতির ঘটনায় জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্টে গত ১৪ নভেম্বর ‘সাবেক সার্ভেয়ার শত কোটি টাকার মালিক, দুদকে অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে আরও বেশ কয়েকটি নিউজ পোর্টাল ও স্থানীয় দৈনিকের প্রিন্ট সংস্করণে সংবাদটি প্রকাশিত হয়।
এ ঘটনায় মোতালেবের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দেওয়া দম্পতি এবং ছয় সাংবাদিকসহ মোট আটজনের বিরুদ্ধে ২২ নভেম্বর বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়। আদালত মামলাটি তদন্তের জন্য কোতোয়ালি মডেল থানাকে দায়িত্ব দেন।
+ There are no comments
Add yours