সৌদির প্রত্যেক খেলোয়াড়কে সাড়ে ১৬ কোটির রোলস রয়েস দিচ্ছেন যুবরাজ

Estimated read time 1 min read
Ad1

বিশ্ব র‌্যাংকিংয়ে সৌদি আরবের সঙ্গে আর্জেন্টিনার ব্যবধান ৪৮। তারপরও চলতি বছর কাতারে অনুষ্ঠিত ফিফা ফুটবল বিশ্বকাপে দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে চমকে দিয়েছে সৌদি আরব।

গত তিন বছর ধরে অপরাজিত এবং ২০২২ সালের টুর্নামেন্ট জয়ের অন্যতম ফেভারিট মনে করা হয় আর্জেন্টিনাকে। প্রত্যাশা ছিল লিওনেল মেসির আর্জেন্টিনা খুব সহজেই সৌদি আরবকে হারিয়ে দেবে। তাই সৌদির এই জয়কে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় অঘটন হিসেবে বলছেন অনেকে।

সৌদি আরব তো বটেই, পুরো মধ্যপ্রাচ্যের লোকজনকে আনন্দে ভাসিয়ে দেওয়া সৌদি আরবের ওই জয়ের পর দেশজুড়ে একদিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছিল।

এবার সৌদি আরবের জয়কে স্মরণীয় করে রাখতে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইতোমধ্যে তার দেশের পুরো ফুটবল দলের জন্য বিশেষ এক উপহারের ঘোষণা দিয়েছেন।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ কাতার থেকে ফিরে আসার পর প্রত্যেক খেলোয়াড়কে ৬ মিলিয়ন সৌদি রিয়াল মূল্যের একটি করে রোলস রয়েস ফ্যান্টম উপহার দেবেন। আর এই প্রত্যেকটি গাড়ির মূল্য বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি ২৫ লাখ ৬৩ হাজার টাকার বেশি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours