রাস্তার প্রশস্ত ২০ ফুটের কম হলে দুর্ঘটনা পরবর্তী কার্যক্রম চালানো ব্যাহত হবে উল্লেখ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, রাস্তা প্রশস্ত না হলে কোনো ধরনের উদ্ধার সরঞ্জাম বা গাড়ি ওই এলাকায় প্রবেশ করতেই পারবে না। ২০ ফুটের কম প্রশস্ত রাস্তা হলে সেটার উন্নয়নের জন্য কোনো বরাদ্দ দেবে না ।
আজ (২৬ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘বাংলাদেশে অগ্নিনিরাপত্তায় চ্যালেঞ্জসমূহ’ গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং ইলেকট্রনিক্স সেইফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয়।
ডিএনসিসি মেয়র বলেন, প্রত্যকটি বহুতল ভবনে মানসম্মত কার্যকর অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকতে হবে। অগ্নিদুর্ঘটনায় ক্ষয়ক্ষতি ও জীবন বাঁচাতে বড় আকারের পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই। নানা কারণে অগ্নিকাণ্ড ঘটতেই পারে।
তবে আমরা যদি নির্বাপণের জন্য প্রস্তুতি না নিয়ে হাত গুটিয়ে বসে থাকি, দিন শেষে ক্ষয়ক্ষতি আমাদেরই হবে, আগুনে পুড়ে মানুষের মৃত্যুর মিছিল দেখতে হবে। শুধু নির্বাপন ব্যবস্থা থাকলেই হবে না, কতটুকু কার্যকর সেটাও পরীক্ষা করে দেখতে হবে।
গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিনসহ অন্যান্য আলোচকরা।
+ There are no comments
Add yours