ফরিদপুরের চরভদ্রাসনে কাওসার খান (৪১) নামে এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
আজ (২৬ নভেম্বর) সকালে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের জাকেরের শুরা ভাঙ্গার মাথা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিং করা বালুর স্তূপের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কাওসার খান চরভদ্রাসন সদর ইউনিয়নের এম কে ডাঙ্গী গ্রামের বাসিন্দা মৃত জালাল খানের ছেলে।
চরহরিরামপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কুদ্দুস মন্ডল জানান, সকাল ১০টার দিকে ওই গ্রামের কয়েকজন নারী পদ্মা নদীতে পানি আনতে গেলে কাওসারের মরদেহ বালুর স্তূপের ওপর পড়ে থাকতে দেখেন।
পরে ওই নারীরা বিষয়টি তাকে জানালে তিনি চরভদ্রাসন থানায় খবর দেন। বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
চরভদ্রাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মন্ডল বলেন, নিহতের গলায় ছুরির আঘাত রয়েছে। তার পরনে জিন্সের প্যান্ট ও গায়ে ছাই রঙের জ্যাকেট ছিল।
+ There are no comments
Add yours