অস্ট্রেলিয়ায় ‘ত্বকের ক্যানসারের সচেতনতা’ নিয়ে নতুন কয়েকটি ছবি তুলেছেন এ মার্কিন ফটোগ্রাফার।
যুক্তরাষ্ট্রের ফটোগ্রাফার স্পেনসার তিউনিক। তার ছবির বৈশিষ্ট্য হলো বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে ছবিগুলো তোলেন নগ্ন মানুষ দিয়ে।
ছবিটি তোলার জন্য তাকে সহযোগিতা করেছেন ২ হাজার ৫০০ স্বেচ্ছাসেবী। শনিবার বন্ডি সমুদ্র সৈকতে ছবিগুলো তোলা হয়। শনিবার স্থানীয় সময় রাত ৩টা ৩০ মিনিট থেকে বন্ডি সৈকতে আসা শুরু করেন স্বেচ্ছাসেবীরা। ত্বকের ক্যানসার নিয়ে কাজ করে এমন একটি প্রতিষ্ঠান এতে সহযোগিতা করে।
বিশ্বে অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি মানুষ ত্বকের ক্যানসারে আক্রান্ত হন। সাধারণ অস্ট্রেলিয়ানরা যেন নিয়মিত ত্বকের ক্যানসারের পরীক্ষা করান এ নিয়ে সচেতনতা তৈরি করতেই এবার নিজের পরিকল্পনা সাজান স্পেনসার তিউনিক।
নতুন ছবি তোলার পর বার্তাসংস্থা রয়টার্সকে স্পেনসার তিউনিক বলেছেন, ‘ত্বকের ক্যানসার নিয়ে সচেতনতা তৈরিতে আমাদের সুযোগ তৈরি হয়েছিল। এখানে এসে আমার শিল্পকর্ম তৈরি করে আমি গর্বিত।’
+ There are no comments
Add yours