বিদেশিদের কাছে ধরনা না দিয়ে বিরোধী দলের গ্রামেগঞ্জে মানুষের কাছে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, দেশে কিছু জায়গায় রীতি হয়ে গেছে বিদেশিদের কাছে ধরনা দেয়া। বিদেশিদের কাছে ধরনা দিয়ে কখনো স্বদেশের মঙ্গল হয় না।
আজ (২৬ নভেম্বর) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন অফিস স্পাউজ অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, শক্তিশালী দেশগুলো এসব ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করে। সময় হলে বাংলাদেশও কূটনীতিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
বিদেশিরা অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করলে বিভ্রান্ত না হয়ে ২০০ বছরের লুণ্ঠনের ইতিহাস মনে করিয়ে দিতে জনগণের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
+ There are no comments
Add yours