জনপ্রিয় হয়ে উঠেছে ‘পুলিশের হোন্ডা পার্টি’। অপরাধ দমনে দৃষ্টান্ত স্থাপন করতে চলছে পুলিশের এই কার্যক্রম।
মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করার লক্ষ্যে কিশোরগঞ্জ শহরে কাজ করছে তারা। দেড় মাস ধরে শহরের অলিতে-গলিতে যে কোনো সময়ই এই হোন্ডা পার্টিকে অভিযান চালাতে দেখা গেছে। আড্ডার স্থানগুলোকে চিহ্নিত করে অভিযান চালাচ্ছে এ দলটি।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ শহরের ১৪১ কিশোর গ্যাংয়ের একটি তালিকা তৈরি করেছে তারা। ওই তালিকায় নিয়মিত মামলার আসামি রয়েছে ৩১ জন। অভিযানে এদেরকেই টার্গেট করছে পুলিশ।
হোন্ডা পার্টির এসব অভিযানে শহরের বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক কিশোরকে বিভিন্ন অপরাধে আটক করে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
এছাড়াও শতাধিক কিশোরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো জেলাতেই এই অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। এজন্য অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সকলে সহযোগিতা চেয়েছেন তিনি।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোস্তাক সরকার বলেন, কিশোরগঞ্জ শহরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে প্রায় দেড় মাস যাবৎ মোটরসাইকেলে করে পুলিশের এ হোন্ডা পার্টির বিশেষ অভিযান চলছে।
এ সময় দুটি ছিনতাইয়ের মামলা ও মোটরযান আইনে শতাধিক মামলা হয়। এ ছাড়া অভিযানে আটকদের বেশির ভাগ ক্ষেত্রে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে।
+ There are no comments
Add yours